বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক : বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ বাড়ানো হয়েছে। চলতি মাস (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে। গ্যাসের দামও বেশ ঊর্ধ্বমুখী। এসব কারণে জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দামের সমন্বয় করতে হবে। আগামী কয়েক বছর ধরে আমরা এ সমন্বয় করবো।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলের নতুন দাম কার্যকর ১ মার্চ
পরবর্তী নিবন্ধডোপিং-কাণ্ডে ৪ বছর নিষিদ্ধ পল পগবা