বিদেশে চিকিৎসায় বছরে দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে চিকিৎসা নিতে বছরে দেশের দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, প্রতিবছর শুধুমাত্র বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে দুই বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে-এটি বন্ধে সবার আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে বলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর মেডিভয়েসের।

স্বাস্থ্য সচিব বলেন, দেশের রোগীরা চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যাচ্ছে।  এতে প্রতিবছর দুই বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটা বন্ধ করা চ্যালেঞ্জ। রোগীদের চিকিৎসার বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। এ সময় সকল স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধকোভ্যাক্সের ১ কোটি ২৮ লাখ টিকা পাবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশের রানের পাহাড়