উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
বেনাপোলে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রেহেনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় শিবনাথপুর বারপোতা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের কামরুলের স্ত্রী। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তার স্বামী।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এস আই) এইচ এম এ আব্দুল লতিফ জানান, গোপন সূত্রে তারা খবর পান ওই গ্রামের কামরুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বিদেশি একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনাকে আটক করা হয়। তবে এ সময় তার স্বামী ও অস্ত্রের মূল মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।
তিনি আরও জানান, পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক নারীর নামে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।