বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবিতে দ্বিতীয়দিনের মতো বিডিআরের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছেন ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয়দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর আড়াইটা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিয়ারের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন ডিসি
পরবর্তী নিবন্ধস্ত্রীসহ সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা