পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীতে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি ‘কোর ক্যাবল’ কাটা পড়েছে। এতে দেশের কয়েক লাখ ফোন বিকল হয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার রাতে টেলিফোনের কোর ক্যাবলটি কাটা পড়ে। এ সময় মগবাজারের দিলু রোডে সিটি কর্পোরেশনের সংস্কারকাজ চলছিল।
এ ঘটনার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করছে বিটিসিএল।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, সকালে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদ বলেন, কোর ক্যাবলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো দেশে টেলিযোগাযোগে সমস্যা তৈরি হয়েছে।
সারা দেশে প্রায় ৯ লাখ ল্যান্ড ফোন গ্রাহক আছে বিটিসিএলের। তাদের অধিকাংশই সমস্যায় পড়েছেন। মেরামত শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানান তিনি।