বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলাদা স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ডিসেম্বর) গণভবনে বাংলাদেশ ডাক বিভাগ থেকে ইস্যু করা এসব স্মারক ডাক সামগ্রী অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

স্মারক ডাক টিকিটগুলো বুধবার থেকে রাজধানীর জিপিও’র ফিলালেটিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে এগুলো অন্যান্য জিপিও বা ডাকঘরে পাওয়া যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসের সমাবেশ থেকে ফেরার পথে ৪ কিশোরকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধহাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক আজ