বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রূপালী ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও পুস্পস্তবক অর্পণ করা হয়। এর আগে রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, মহাব্যবস্থাপক অরুণ কান্তি পাল, অশোক কুমার সিংহ রায়, মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শফিকুল ইসলাম, সাঞ্চিয়া বিনতে আলী, খান ইকবাল হোসেন ও গোলাম মর্তুজা। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিত্র) সহ ব্যাংকের অন্যান্য সংঘঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্ভাগ্য, স্বাধীনতার ৪৮ বছর পর দেশ আজ গণতন্ত্রহীন: ফখরুল
পরবর্তী নিবন্ধগেজেটেড মুক্তিযোদ্ধা এখন ৬৩ নম্বর রাজাকার! ফেসবুকে মেয়ের ক্ষোভ