বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীরা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীরা নেতৃত্ব দেয়া বা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হবে। সাভার যাওয়ার রাস্তায় প্রতিটি ওভারব্রিজের নিচে পুলিশি পাহারা থাকবে।

এ ছাড়া সন্ধ্যায় বাইরে অনুষ্ঠান করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ না করতে পোপকে পরামর্শ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ খেলবে যে ৩২ দল