অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয় এসেছিল ১২ বছর আগে। বাংলাদেশের বর্তমান দলের কেবল মাশরাফি বিন মুর্তজা ছিলেন সেই জয়ের সাক্ষী। তখন বাংলাদেশ ছিল দুর্বল দল। ওই ম্যাচটি ছিল তখনকার ক্রিকেট বিশ্বের বড় আপসেট। সেই ঘটনার এক যুগ পর অজিদের বিপক্ষে টেস্ট জয় তুলে নিল টাইগাররা। আর এই জয় উদযাপনে ড্রেসিরুমে গিয় আনন্দের বাঁধ ভাঙল টাইগারদের্
অনুপ্রেরণা পেতে ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’ গানটি গাওয়ার প্রচলন আছে বাংলাদেশ দলে। সবাই গোল হয়ে দাঁড়য়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই গান গেয়ে থাকেন। কিন্তু আজ অজি বধের পর এই গানের দৃশ্যপট বদলে গেল! শান্ত আবহের বদলে ব্যাট দিয়ে বেদম প্রহার করা হলো বসার বেঞ্চটিকে!
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এমনি এক ভিডিও পোস্ট করেছেন তার টুইটার অ্যাকউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বসার বেঞ্চ ঘিরে হেড়ে গলায় সবাই মিলে ‘আমরা করব জয়’ গানটি গেয়ে চলছেন। পাশাপাশি গানের সাথে তালে-বেতালে সেই বেঞ্চটিকে ব্যাট দিয়ে বেদম প্রহার করে চলছেন সবাই! বোলিং কোচ ওয়ালশ এমনকী বেশ কয়েকজন স্টাফকেও দেখা গেছে ভিডিওতে।
অজিদের বিপক্ষে ১১ বছর পর টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে এমন ঐতিহাসিক জয়ের পর আনন্দ যে বাঁধভাঙা হবে তা বলাই বাহুল্য।
Zesan Abedin