বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।

তিনি বলেন, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন।

তবে নিহতের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত বাসে ধর্ষণচেষ্টা : হেলপারের ১৬৪ ধারায় জবানবন্দি
পরবর্তী নিবন্ধষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত