কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর তিন সদস্য হলেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. নির্ঝর এবং বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।
বগি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।
রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে হাসানপুর স্টেশন সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছটিয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট রুটের ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সন্ধ্যায় আখাউড়া থেকে একটি এবং চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
রাত ৯টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহাবুব আলম সোহাগ বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা চেষ্টা করছেন চট্টগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুইদিকের ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য। দুর্ঘটনায় দুটি লাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি বলেন, “অবস্থা দেখে মনে হচ্ছে ডাউন লাইন চালু হতে আরও অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে। আর আপ লাইন (ঢাকামুখী লাইন) কখন মেরামত হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ ওই লাইনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটি লাইনচ্যুত হয়।
“প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অতিরিক্ত গরমের কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মধ্যে মোট ১৮টি বগি ছিলো; এর মধ্যে নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় আধা কিলোমিটার রেলপথ দুমড়ে-মুচড়ে গেছে। লাইনচ্যুত বগিগুলো পাশ্ববর্তী মাঠে ও বাড়িতে গিয়েও পড়েছে।
ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনের হুক খুলে গেলে চালক এবং ইঞ্জিনটি রক্ষা পায়। পরে চালক ট্রেনের ইঞ্জিনটিকে হাসানপুর রেলস্টেশনে নিয়ে যায়।
এ ছাড়া ট্রেনের একটি বগি স্থানীয় শিহর চিড়রা গ্রামের স্বপনের ঘরের উপর পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা স্বপন (৩৭), তার স্ত্রী রিনা বেগম (২৮) এবং মেয়ে স্বপ্না (৮) আহত হয়েছেন।