বিচারকদের শৃঙ্খলাবিধি:আইনমন্ত্রীর সঙ্গে আপিল বিভাগের বৈঠক বৃহস্পতিবার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে জটিলতা নিরসনে সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আপিল বিভাগ।

আগামী বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে এ বৈঠকের দিন ধার্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ।

আজ রোববার নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের শেষ দিন ধার্য ছিল।

এদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সরকার বিষয়টি নিয়ে আপিল বিভাগের সঙ্গে আলোচনায় বসতে চায়। জবাবে আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে ৮ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা জানিয়েছিলেন, সংকট নিরসনে সরকারের সঙ্গে বসতে চান তারা।

এদিকে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে ৪ সপ্তাহ সময় বাড়িয়ে দেন।

আগামী ৩ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্দেশনা দেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় ট্রাকের ধাক্কায় নিহত ১
পরবর্তী নিবন্ধবিরাট-আনুশকার লাভগুরু জহির খান!