বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন:স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে পারবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এনন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ সময় ঢাকাতে সার্বক্ষনিক একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তা ছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেনন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১১ রানেই ভারতের নেই ৩ উইকেট
পরবর্তী নিবন্ধমানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে:আইনমন্ত্রী