বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় তিনি তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করবেন।

এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে যাবেন ম্যাডাম।

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই বছর কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। দেশে করোনাভাইরাস ছড়ানোর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে খালেদার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়।

শর্ত হলো- খালেদা ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পরে আরও দু’দফায় খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাবর আদালতে, রায় পড়া শুরু
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস