নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করেছে। আজ ১০ মার্চ, সাভারের বিকেএসপি দপ্তরে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলামের নিকট চেক হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন।
এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন) মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান, অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান, ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা বিভাগের প্রধান কাজী মোঃ মহসীন, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
চেক গ্রহণ শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম বলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশী ভূমিকা পালন করছে। উদ্ভূত যে কোন বিষয় ন্যাশনাল লাইফ অতি দ্রুত সময়ে সমাধান করে। যার ফলে বিকেএসপির খেলোয়াড়দের অনেক বড় সহযোগিতা হয় এবং চিকিৎসার অভাবে বিকেএসপির খেলোয়াড়রা ঝরে পড়া থেকে রক্ষা পায়। আমরা ন্যাশনাল লাইফের সেবায় সন্তুষ্ট।
ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন, ব্যবসা নয়, আমরা দায়িত্ব বোধের জায়গা থেকে বিকেএসপির সাথে যুক্ত হয়েছি এবং সর্বাত্মক সেবা প্রদান করে যাচ্ছি। তিনি আরও বলেন বিকেএসপি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। দেশের ক্রীড়াবিদ সৃষ্টি ও ক্রীড়া উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিকেএসপির সাথে যুক্ত হয়ে নিজেদের গর্বিত মনে করছি।