বিকল্প ভেন্যু চাইলে প্রস্তাব দেবো: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই করার সিদ্ধান্ত রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পাড় ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করা হবে।

নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেবো। কিন্তু এখন নাম বলবো না।

বিএনপির সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, গতকাল (রোববার) ঢাকা মহানগর নেতা ইশরাক হোসেনের ওপর হামলার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে। আজ সকালে আমার শাহজাহানপুরের বাসা পুলিশ ঘিরে রেখেছে।

সমাবেশ বানচাল করতে হামলা, গ্রেফতার করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে ।

সমাবেশ করতে বিএনপিকে ছাড় দেওয়া হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। তাদের ছাড় দেওয়ার কি আছে? সমাবেশ করা সবার সাংবিধানিক অধিকার।

মির্জা আব্বাস বলেন, সরকার বিনপির সমাবেশ নিয়ে কেন ভয় পাচ্ছে, বুঝি না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনেইমারের অন্তরের কথা জানিয়ে দিলো ফোন