বিএসএমএমইউয়ের নতুন ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া  

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

রাষ্ট্রপতির নির্দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিয়োগসংক্রান্ত আদেশ জারি করেছে।

বর্তমান ভিসি ডা. কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হওয়া এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ডা. কনক কান্তি বড়ুয়া ২৪ মার্চ থেকে আগামী তিন বছরের জন্য বিএসএমএমইউয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধদাম্পত্য জীবনের ১২ বছরে জুনিয়র ট্রাম্পের সংসারে ভাঙন
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী সিংকে ট্যাক্সিক্যাবে শ্লীলতাহানির চেষ্টা