বিএসএমএমইউর সঙ্গে গণস্বাস্থ্যের বৈঠক আজ

 পপুলার২৪নিউজ ডেস্ক:ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১জন। এনিয়ে দেশটিতে শনিবার সকাল পর্যন্ত করোনায় ৩৭ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

মোট আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৯৫১ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।

এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ৩ মে পর্যন্ত পূর্ব ঘোষিত লকডাউনের মেয়াদ আরো দুই সপ্তাহের জন্য বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ বাড়ার বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, লকডাউন বাড়লেও অঞ্চলভিত্তিক কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় জেলাগুলোকে রেড (হটস্পট), গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি কিছুটা কম থাকবে।

নতুন নিয়ম চালু হলেও দেশজুড়ে বেশ কিছু কার্যক্রম বন্ধই থাকবে। এ দুই সপ্তাহ আকাশপথ, মেট্রো, রেলে আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ থাকছে। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিংমল, জিম, ক্রীড়া কমপ্লেক্সগুলোও বন্ধ থাকবে। যে কোন ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান ও গণজমায়েতেও থাকছে কড়া নিষেধাজ্ঞা।

তবে, নির্দিষ্ট কিছু কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আকাশ, রেল ও সড়কপথে চলাচল করা যাবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। দেশটিতে এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১ হাজার ১৫৪ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ২ লাখ ৩৫ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছ। আর আক্রান্ত হয়েছে ৩৩ লাখ।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্ত কিটের সক্ষমতা যাচাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে বৈঠকে বসছে গণস্বাস্থ্য। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের সক্ষমতা কীভাবে যাচাই করবে বিএসএমএমইউ এবং তার জন্য কী কী প্রয়োজন হবে এসব বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র আশা করছে, আগামীকাল রোববার থেকে তাদের কিটের সক্ষমতা পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

শনিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে মিটিং হবে বিএমএসএসইউর ভাইস চ্যান্সেলরের (ভিসি) সঙ্গে। ১২টার দিকে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি, কাজটা রোববার থেকে শুরু হবে।’

কিট উদ্ভাবনের পর থেকেই সরকারের প্রতিষ্ঠানে কিটের সক্ষমতা যাচাইয়ের দাবি জানিয়ে আসছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে কন্ট্রাক্ট রিসার্চ অরগানাইজেশনের (সিআরও) মাধ্যমে কিটের সক্ষমতা যাচাইয়ের বিধান রয়েছে সরকারের। ফলে ওধুষ প্রশাসন অধিদফতর সিআরও ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা যাচাইয়ের অনুমতি দিচ্ছিল না। একপর্যায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের দাবি মেনে নিয়ে আমলাতান্ত্রিকতার বাইরে এসে ২৯ এপ্রিল বিএসএমএমইউকে কিট পরীক্ষার জন্য চিঠি দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।

গণস্বাস্থ্য দাবি করছে, তাদের কিটের মাধ্যমে কয়েক মিনিটে ও স্বল্প খরচে করোনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন হাজার হাজার মানুষের করোনা শনাক্তের পরীক্ষা সম্ভব হবে তাদের এই কিটের মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে ২০ দিন পর প্রকাশ্যে কিম
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে মামলা পাল্টা মামলায় প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক বাড়ি ভাংচুর লুটপাট