বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত সংস্থার কমিশনার মুঃ মোহসিন চৌধুরী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে আদেশে আরও বলা হয়েছে, “বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র দাখিলের তারিখ (১০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে।”

মোহসিন চৌধুরী বিএসইসির কমিশনারদের মধ্যে সর্ব জ্যেষ্ঠ।

শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় শনিবার পদ ছাড়েন বিএসইসির চেয়ারম্যানের শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধস্বপদে বহাল থাকছেন ডেপুটি গভর্নররা   
পরবর্তী নিবন্ধ১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন