বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে : কাদের

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে। বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে। আমাদের কথা বলার অবস্থা আছে কিন্তু বিএনপির নেই। দেশে যে উন্নয়ন আমরা করেছি, বিএনপি স্বপ্নেও তা ভাবতে পারবে না। শনিবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নোয়াখালী খাল, ক্লোজার, বামনী নদীসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন শেখ হাসিনা সরকারে আছে বলে সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, সোনাপুর- জোরালগঞ্জ সড়ক, বসুরহাট-দাগনভূঁঞা সড়কের কাজ শেষ হয়েছে। এ উন্নয়নের ফলে এলাকায় অনেক বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তিনি তার বাড়ির রাস্তা ও বাড়ির পাশের স্কুলের উন্নয়ন করতে পারেননি। এটা শেখ হাসিনার সরকার করেছে। মওদুদ আহমদ মাঝে মাঝে এলাকা এসে ছুতাধরে নানা ধরণের তালবাহানা চালিয়ে যাচ্ছেন।

বিএনপি ভোট চাওয়ার মত কোনো কাজ করেনি। বিএনপি ইস্যু খুঁজছে, বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উদ্দেশ্য এটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা। বিগত বিএনপি সরকারের আমলে কোম্পানীগঞ্জে আমাদের সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে বাড়ি ছাড়া করা হয়েছে। তাদের পুকুরের মাছ, গরু ও দোকান ভাঙচুর ও লুট করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

এ ছাড়াও সেতুমন্ত্রী কবিরহাট উপজেলার করিবহাট পৌরসভায় দুস্থ, অসহায়দের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন

পূর্ববর্তী নিবন্ধঈদে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে লঞ্চ টার্মিনালে
পরবর্তী নিবন্ধদক্ষিণ সুনামগঞ্জে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ৬৯টিই শূণ্য