বিএনপি সব সময় আলোচনায় আগ্রহী : ফখরুল

বিএনপি সব সময় আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের কথা বলার সুবিধা হলো উনি যখন যা খুশি বলতে পারেন। তবে আমরা আবারও আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।

‌তি‌নি ব‌লেন, আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের আ‌লোচেনার বিষ‌য়ে যা ব‌লে‌ছেন তা ভা‌লো। ত‌বে ওবায়দুল কা‌দে‌রের সু‌বিধা আ‌ছে উ‌নি যখন সু‌বিধা তখন খু‌শি ম‌তো কথা বল‌তে পা‌রেন। উ‌নি ব‌লে‌ছেন যে, বিএন‌পির আ‌লোচনায় ইচ্ছা পোষণ কর‌লে আ‌লোচনা। আমরা সব সময় সংলাপ আ‌লোচনার কথা ব‌লে এ‌সে‌ছি, এখন আবারও বল‌ছি বিএন‌পি সব সময় সংলাপ আ‌লোচনায় আগ্রহী ও প্রস্তুত। তারা কোথায় বস‌বেন, কিভা‌বে বস‌বেন?

আনুষ্ঠানিক আলোচনা নয়, আলোচনা হবে ফোনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, ‘ভা‌লো তো, আমরা ম্যা‌সেজ পেলাম। দেখা যাক। আমরাও ফোনে কথা বলব। উই উইল কলব্যাক এগেইন।’

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জোট শরিক জামায়াতের সঙ্গে বিএনপির সমঝোতা হচ্ছে না বলেও জানান তিনি।

সিলেটে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি জয়লাভ করতে পারবে কিনা এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নি‌শ্চিয়ই জে‌নে থাক‌বেন যে,‌ ১৯৯১ সা‌লে জাতীয় সংসদ নির্বাচ‌নে একাই জয়ী হ‌য়ে‌ছে। কা‌জেই ‌বিএন‌পি‌কে জেতা না জেতার জন্য কারও ওপর নির্ভর কর‌তে হয় না। তাছাড়া আমরা ঐক্য ক‌রে‌ছি বৃহত্তর স্বা‌র্থে। দানবীয় শ‌ক্তির হাত থে‌কে গণতন্ত্র ও মৌ‌লিক অ‌ধিকার প্র‌তিষ্ঠায়। নির্বাচন দ্বিতীয় এবং তৃতীয় বিষয়। তাই স্থানীয় পর্যা‌য়ের নির্বাচ‌নেরে সঙ্গে এর সম্পৃক্ততা নেই।’

‌সি‌লে‌টে জামায়াত ইসলামীর পক্ষ থে‌কে বলা হ‌য়ে‌ছে তারা আশা ক‌রে বিএন‌পি তা‌দের সমর্থন দে‌বে, এমন প্র‌শ্নের জবা‌বে বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, আশা তো কর‌তেই পা‌রে। আমরা তো কারও আশায় বাধা দি‌চ্ছি না।

এ‌তো কিছুর পর বিএন‌পি স্থানীয় পর্যা‌য়ে কেন বর্তমান ক‌মিশ‌নের অধী‌নে নির্বাচ‌নে যা‌চ্ছে সে বিষ‌য়ে সা‌বেক এই মন্ত্রী ব‌লেন, বিএন‌পি এক‌টি লিবা‌রেল ডে‌মো‌ক্রে‌টিক রাজ‌নৈ‌তিক দল। আমরা জনগ‌ণের স‌ঙ্গে রাজ‌নৈ‌তিক দল হি‌সে‌বে থাক‌তে চাই। কারণ স্থানীয় নির্বাচন ক্ষমতার প‌রিবর্তন ক‌রে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ
পরবর্তী নিবন্ধদুই দশক পর জয়ন্ত চট্রোপাধ্যায়ের একক আবৃত্তি