বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনারই বিচার হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :

হিন্দু সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের ওপর অত্যাচার ও দখলদারত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনারই বিচার হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।

এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন হাইকোর্টের নতুন ২৩ বিচারপতি
পরবর্তী নিবন্ধগণপিটুনিতে রেনু হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪