বিএনপি কার্যালয়ের সামনের সড়ক খুলে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই সড়ক বন্ধ করে দেয় পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার সড়কের দুপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখে পুলিশ।

এর মধ্যেই সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা এসে কয়েক দফা বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এ সড়কটি খুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুড়ি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।বিএনপি কার্যালয়ের সামনের সড়ক খুলে দিলো পুলিশআগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে টঙ্গী ইজতেমা মাঠ বা পূর্বাচলে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের বিকল্প ভেন্যু পেলে বিএনপি বিবেচনা করবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে রাজধানীর প্রায় সব প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সরেজমিনে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও গাবতলী এলাকায় দেখা গেছে, ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। গাড়ি থামিয়েও চলছে তল্লাশি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সোহরাওয়ার্দীতে আসুক নয়তো কালশী মাঠে যাক: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরিজভীসহ ৪৩৪ জন কারাগারে, দুদিনের রিমান্ডে ১৪ নেতাকর্মী