বিএনপি অন্যের মাধ্যমে সার্চ কমিটিতে নাম দিয়েছে :হানিফ

অর্থনীতি ডেস্ক : বিএনপি গোপনে অন্যের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটিতে তাদের পছন্দের নাম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগীর সাংগঠনিক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে হানিফ বলেন, ‘ডা. জাফরুল্লাহ (চৌধুরী) যে নাম দিয়েছেন, সেটাই বিএনপির দেওয়া নাম।’

‘(বিএনপি) সরাসরি নিজেরা না দিয়ে আরেক জনের মাধ্যমে দিচ্ছে। আর, রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। ড. জাফরুল্লাহ চৌধুরী… উনি কার? উনি তো এর আগে আমরা যতটুকু জানতাম যে, খালেদা জিয়ার উপদেষ্টা। তো, তিনি যদি নাম দেন, সে নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না?’, যোগ করেন মাহবুব উল আলম হানিফ।

পূর্ববর্তী নিবন্ধ‘৯৯৯-এ ফোনে ১৪৯২ আত্মহত্যা ঠেকানো সম্ভব হয়েছে’
পরবর্তী নিবন্ধচলতি মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী