দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ২৬ জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৪টায় ফরিদ মিয়া কমপ্লেক্সে মুকসুদপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মুকসুদপুর প্রেসক্লাব উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া,মুকসুদপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মো: মিজান মিয়া মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম ফরহাদ রিপন ও বিএনপির সাবেক নেতৃবৃন্দ, মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক হুসাইন আহমেদ কবির,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরেফিন মুক্তা, সদস্য ইসমাইল হোসেন পান্নু ও সদস্য সদস্য্ হাবিবুর রহমান প্রমুখ।
উেেল্লখ্য,এফ ইশ রফুজ্জামান জাহাঙ্গীর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়ত্ব পালন করেছেন।