বায়েজিদের দখলমুক্ত মসজিদের জুমা পড়াবেন জুনাইদ বাবুনগরী

মো.হাফিজুর রহমান,চট্টগ্রাম :

চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া (অনন্যা আবাসিক সংলগ্ন) ওমর ফারুক আল
ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় বহিরাগতদের থেকে দখলমুক্ত করে প্রতিষ্ঠানটির
মোতাওয়াল্লী কর্তৃক মনোনীত পরিচালকের হাতে তুলে দিয়েছে প্রশাসন।
১৬ মে বৃহস্পতিবার রাত ১১টার পর প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে
মাদরাসাটিকে বুঝিয়ে দেয়া হয়।
হেফাজতে ইসলাম নেতা আজিজুল হক মাদানী জানান, ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার
মসজিদে আজ (১৭ মে) পবিত্র জুম’আর নামাজের ইমামতী করবেন দারুল উলুম মুঈনুল
ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপচিরচালক আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।
উল্লেখ্য গত ১৫ মে বুধবার দুপুর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন
করে এই প্রতিষ্ঠানটি দখলমুক্ত করে মোতাওয়াল্লী কর্তৃক মনোনীত পরিচালকের হাতে
তুলে দিতে প্রশাসনের কাছে দাবী জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও
সংবাদ সম্মেলন থেকে তিনি ওমর ফারুক মাদরাসা দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচী
দেয়ার হবে বলেও জানান।
আল্লামা বাবুনগরীর সংবাদ সম্মেলনের একদিনের মাথায় ১৬ মে প্রশাসনের পক্ষ থেকে
মাদরাসাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচীনে ভবন ধসে নিহত ১০
পরবর্তী নিবন্ধটসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ