বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

নিউজ ডেস্ক

বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৪৪১ অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ। বায়ুর মানের স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশ দেশ ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ৩১১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ।

এরপর ১৯৯ স্কোর নিয়ে ঢাকা রয়েছে ৩ নম্বরে। অর্থাৎ ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

 

পূর্ববর্তী নিবন্ধইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী