বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেয়া সেই চেয়ারম্যানের ছবি ভাইরাল

পপুলার২৪নিউজ ডেস্ক:সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের গ্রামগুলোর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়ে উৎকণ্ঠায় রয়েছেন। এর মধ্যেই তাদের সামনে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন।

চেয়ারম্যান মতিন জালালপুরের নিজ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

মোটরসাইকেলে করে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যানের প্রশংসা করেছেন।

এদিকে খাদ্যসামগ্রী হাতে পেয়ে অনেকটাই আবেগ-আপ্লুত স্বল্পআয়ের কর্মহীন মানুষরা। তারা বলেন, পয়লা (প্রথম) ভাবছি– স্বপ্ন দেখছি। পরে দেখি হাচাওই (সত্য)।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র মানুষের ঘরে চাল, ডাল, আলু ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

এদিকে পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে পূর্ব পৈলনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ছয় শতাধিক নিম্ন-মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মধ্যে চেয়ারম্যান মতিনের তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।

সাবানসহ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চিনি, ময়দা, ভোজ্য তেল, আলু, ডাল, পেঁয়াজ ও সেমাই।

পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, সবাই নিজ পরিবারের সদস্যদের করোনাভাইরাস সম্পর্কে সচেতন করুণ। পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ঘরে থাকুন। সরকারি বরাদ্দের পাশাপাশি আমি নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের সব বিত্তবান যেন অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করেন।

পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিতার মিয়া, সমাজকর্মী আরব আলী ও হাসান আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা
পরবর্তী নিবন্ধনিউইয়র্কের ৫ হাজারের বেশি পুলিশ সুস্থ হয়ে কাজে ফিরেছেন