বাহরাইনের কারাগারে হামলায় ১০ বন্দি পলাতক

পপুলার২৪নিউজ ডেস্ক:

22বাহরাইনে রবিবার সশস্ত্র হামলার মাধ্যমে জঙ্গিকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ১০ জন বন্দি পলাতক আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে এই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও পালিয়ে যাওয়ার বন্দির সংখ্যা নিশ্চিত করেনি দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপি জানায়, জেলটিতে শিয়া বন্দিরা ছিল। সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগে এদের সাজা দেয়া হয়। মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। রাজধানী মানামার দক্ষিণে জ কারাগারে এই হামলা চালানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চার থেকে পাঁচ সদস্যের একটি সন্ত্রাসী দল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় এ হামলা চালায়। এ সময় তারা স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল ব্যবহার করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, এতে এক পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছে এবং ১০ বন্দি পালিয়ে গেছে। পলাতক বন্দিদের মধ্যে সাত জন যাবজ্জীবন ও তিন জন দীর্ঘ মেয়াদী সাজা ভোগ করছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের এ সাজা হয়।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে বছর শুরু করল আর্সেনাল
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় ইয়াবা ও ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার