বাস্তবে এই প্রথম খেলবো : শিরিন শিলা

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি খেলা নিয়ে শিরিন শিলার আগ্রহ রয়েছে। আগ্রহ থেকেই এবার সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা এই খেলায় অংশ নেবেন। বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে এ আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

এ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ৮ দলের অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে হাজির হয়ে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড- ক্রিকেট খেলব। সবসময় খেলোয়াড়দের খেলতে দেখলেও এবার আমরা সেলিব্রেটিরা খেলবো। সাকিব আল হাসানকে ফলো করেই খেলবো। তবে বাম হাতে বল করে নয়, ডান হাতেই বল করবো।’

এর আগে কখনো ক্রিকেট খেলেছেন কি না এমন প্রশ্নে শিলা বলেন, ছোটবেলায় অনেক কিছুই খেলেছি। তবে ক্রিকেট নয়। ক্রিকেট খেলা হয়েছে কেবল পর্দায় কিংবা কাজের জন্য। বাস্তবে এই প্রথম খেলবো।’

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন। আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি। আট দলের অংশগ্রহণে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে মৃত্যু আরও ১১ জনের, হাসপাতালে ২৭৮২
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে নায়িকাকে পরিচালকের চুমু, বিতর্কের পর মুখ খুললেন মানারা