বাস্তবকে বিকৃত করে ছবি তোলা হচ্ছে !

রাজু আনোয়ার :আলোকচিত্রে নিখুঁতভাবে বাস্তবকে উপস্থাপন করা যায় ।  কিন্তু বর্তমানে ফটোগ্রাফির নানা কায়দার ফলে বাস্তবকে বিকৃত করে ছবি  তোলা হচ্ছে , সেখানে বাস্তব খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, আলোকচিত্র একটা শিল্প। তিন প্রজন্মের এই শিল্পীদের ছবিতে নতুন প্রজন্ম বেশি করে বাস্তব ছবির প্রতি আকৃষ্ট হউক এই প্রত্যাশা করি।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তিন প্রজন্মের তিন আলোকচিত্রীর ক্যামেরায় তোলা ছবি নিয়ে ‘গ্লিম্পসেস অব ফটোগ্রাফি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, তিন প্রজন্মের আলোকচিত্রীর প্রদর্শনীতে আসতে পেরে খুবই ভাল লাগছে। আমি ছোট বেলা থেকে ছবি তুলতে পছন্দ করি। এটা সম্ভবত আমার বাবার কাছ থেকে পেয়েছি। কোন রকম ব্যাকরণ ব্যবহার না করেই ছবি তুলি। ছবি তোলা আমার ভাল লাগে এবং ছবি পছন্দ করি। কেন করি এটা বলা কঠিন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মানুষের সৃজনশীল দৃষ্টিভঙ্গির প্রভাব মানবজাতির ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তেমনিভাবে এই প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করবে বলে আশা করব।

অধ্যাপক নিসার হোসেন বলেন, এই চিত্রপ্রদর্শনীতে তিন জেনারেশনের আলোকচিত্র দেখতে পাব। এখানে পঞ্চাশের দশক থেকে বর্তমান পর্যন্ত আমাদের দেশের আলোকচিত্রের বিবর্তন ফুটে উঠেছে।

বর্ষিয়ান আলোকচিত্রী মাহবুবুজ্জামান তার আলোকচিত্রজগতে প্রবেশের কথা তুলে ধরে বলেন, এত সুন্দর আমাদের দেশ। এর প্রকৃতি, গাছ-পালা, মাছ, প্রাণিসম্পদ, মাটির নিচের সম্পদ এই সবের প্রতি ভালবাসা আমার ছোটবেলা থেকে। এর প্রতি আমার প্রাণের টানেই আমি ছবি তোলা শুরু করি। বাংলার দৃশ্য এত সুন্দর কিন্তু এই বাংলাকে আমরা অনেকেই ভালবাসি না। যুগ যুগ ধরে লুটেরারা আমাদের দেশকে লুণ্ঠন করছে। এটা আমাকে খুব ভাবায়। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

প্রদর্শনীতে তিন আলোকচিত্রী মাহবুবুজ্জামান, কাজী রওনাক হোসেন ও রাশিদ জামানের ১৯৫৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তোলা ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে। এতে মাহাবুবুজ্জামানের সাদা-কালো যুগের (১৯৫৩-৬৩) ছবি প্রদর্শিত হয়। কাজী রওনাক হোসেনের ছবিগুলোয় স্থান পেয়েছে তার ভ্রমণকালীন বিভিন্ন দেশের নৈসর্গিক দৃশ্যাবলি। রাশিদ জামানের ছবিগুলোয়ত দেখা যাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও ভিন্ন আঙ্গিক। প্রদর্শনীটি ২৭ এপ্রিল পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে নদীতে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, যার শিরোনাম দেয়া হয়েছে জীবন যেখানে যেমন। পাশেই রয়েছে পাখিদের ঝাঁক, যার শিরোনাম আলোচনাসভা। একইভাবে পর পর দেখা যাবে মোরগের লাড়াই, নৌকার হাল ধরে আছে এক মাঝি, শিশুদের ছোটাছুটি, গাছে চড়ে ছাগলের পাতা খাওয়ার দৃশ্যসহ বহু প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। যেগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথিতযশা আলোকচিত্রী মাহবুবুজ্জামান। গ্যালারির অন্য প্রান্তে রয়েছে তারই সন্তান রাশিদ জামানের ক্যামেরায় তোলা সমসাময়িক নগরকেন্দ্রিক কিছু আলোকচিত্র। যার মধ্যে রয়েছে বহুতল ভবন নির্মাণের দৃশ্য, আগুনে পোড়া ভবন, তারকাঁটার বেড়া, যুদ্ধ বিমানসহ বেশ কিছু আলোকচিত্র। গ্যালারির মাঝে শোভা পাচ্ছে আরেক আলোকচিত্রী কাজী রওনাক হোসেনের ক্যামেরাবন্দী কিছু দুর্লভ আলোকচিত্র। এরমধ্যে রয়েছে ভুটানের সর্ববৃহত বৌদ্ধ মূর্তি, মাউন্ট এভারেস্ট, মোগল সম্রাট বাহাদুর শাহ্ জাফরের সমাধী, মিয়ানমায়ের যুবক-যুবতীর একইসঙ্গে সাইকেলে আরোহণ, গোধূলীর দৃশ্যবলীসহ হৃদয়ছোঁয়া আরো অনেক আলোকচিত্র।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন ও মত বিনিময় সভা
পরবর্তী নিবন্ধনেত্রীকে জেলে রেখে যে শপথ নেয়, তার বিচার জনগণ করবে: গয়েশ্বর