বাসের ভেতর পরিত্যক্ত সাত লাখ পাউন্ডের চিত্রকর্ম

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফ্রান্সের মার্শেই শহরের জাদুঘর থেকে দেশটির চিত্রকর এদগার দেগারের একটি চিত্রকর্ম ২০০৯ সালে চুরি হয়ে গিয়েছিল। এবার সেটি একটি বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।-খবর বিবিসি অনলাইনের।

বিখ্যাত ফরাসি শিল্পী দেগার ১৮৭৭ সালে লে কোরিস্ত নামের ওই চিত্রটি আঁকেন। যেটির আর্থিক মূল্য সাত লাখ পাউন্ড।

সংস্কৃতিমন্ত্রী ফ্রাঁসোয়া নিসেন বলেন, চিত্রকর্মটি উদ্ধার হওয়ায় তিনি দারুণ খুশি। বাসের ভেতরে লাগেজ থেকে কর্তৃপক্ষ চিত্রকর্মটি উদ্ধার করেছে। ফ্রান্সের প্রভাবশালী ঐতিহ্যের জন্য চিত্রকর্মটি হারিয়ে যাওয়া বড় ক্ষতি ছিল।

তবে কেউই শিল্পকর্মটির মালিকানা দাবি করেননি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করাও হয়নি।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস থেকে ২০ মাইল পূর্বে মহাসড়কে একটি বাসে তল্লাশি চালানোর সময় মালপত্র রাখার জায়গায় লাগেজের ভেতর পুলিশ চিত্রকর্মটি খুঁজে পায়।

পরে জাদুঘর কর্তৃপক্ষ প্যাস্টেল রঙে আঁকা ছবিটি আসল বলে নিশ্চিত করেন।

১৮৩৪ সালে প্যারিসে জন্ম নেওয়া দেগার চিত্রকর্মে প্রতিচ্ছায়াবাদের প্রবর্তকদের একজন। ১৯১৭ সালে তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টন থেকে আলাল-বাবুলসহ আটক ৩০
পরবর্তী নিবন্ধআমি কখনও স্বৈরাচার ছিলাম না: এরশাদ