বাসভাড়াও কমানো হবে: এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বাসভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে কমেছে পাঁচ টাকা। তাই বাসভাড়াও কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে শিগগির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবো। ভাড়া কমাতে আপত্তি নেই আমাদের।

এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।

পূর্ববর্তী নিবন্ধভারতে পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৮৮ জেলে
পরবর্তী নিবন্ধবিশ্বে একদিনে ১২৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩৮ হাজার