লালমনিরহাট প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
বাল্যবিবাহ থেকে নিজকে রক্ষা করতে প্রশাসনকে ফোনে অভিযোগ করেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়।
শনিবার দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন মিয়া।
ওই স্কুলছাত্রীর বাবার নাম ছকমল হোসেন(৪৫)। তিনি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব এলাকার রজব আলীর ছেলে।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীর (১৪) জোরপূর্বক বিয়ের আয়োজন করে তার পরিবার। বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে সে কালীগঞ্জ থানার ওসিকে ফোন করে এবং বিয়ে বন্ধ করার অনুরোধ জানায়। মেয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তার বাবা ছকমলকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ছকমলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে এক হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।