‘বালিঘর’ ছবিতে না থাকার কারণ জানালেন তিশা

পপুলার২৪নিউজ ডেস্ক:

‘বালিঘর’ ছবিটি ছেড়ে দেয়ার কারণ জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে ছবিটি না করার কারণ জানান তিনি।

ফেসবুক পোস্টে তিশা লিখেন, ‘আমার ভক্ত এবং দর্শক ভাইবোনদের উদ্দেশে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যাতে ভবিষ্যতে কোনো ভুল-বোঝাবুঝি আর গুজব তৈরির সুযোগ না থাকে। কলকাতার বিশিষ্ট পরিচালক অরিন্দম শীলের “বালিঘর” ছবিটি আমি আর করছি না। শিডিউলের জটিলতার কারণে আমি সেই ছবি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে পরিচালকের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা সব প্রকার সৌজন্য বজায় রেখেই একমত হয়েছি। আমি ছবিটার জন্য শুভকামনা জানাচ্ছি।’

এরপর একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘ওই সময় দেশের বাইরে আমার শো আছে। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য শিডিউল দেয়া আছে। এ ছাড়া দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে। সবকিছু এমনভাবে শিডিউল করা যে নতুনভাবে শিডিউল করা মোটেও সম্ভব নয়।’

তবে জানা গেছে তিশার পরিবর্তে ‘বালিঘর’ পরিবারের নতুন সদস্য হচ্ছেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম।

সোমবার দুপুরে কলকাতা থেকে অরিন্দম শীল জানান, ‘আমাদের সঙ্গে মমর মৌখিক কথা হয়েছে। সে কাজটি করতে রাজি হয়েছে। শুটিং শুরু করার আগে কোনো সময়ে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কাজ সেরে ফেলব।’

এ বছরের ২০ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বালিঘর’ ছবির মহরত করা হয়। যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস আর ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা।

ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের আরিফিন শুভ, নওশাবা আর ভারত থেকে আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।

গত মার্চ মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নতুন পরিকল্পনা অনুযায়ী তা হতে যাচ্ছে এ বছর সেপ্টেম্বরে। ‘বালিঘর’ ছবির শুটিং শুরু হবে বাংলাদেশের কক্সবাজারে। এই ছবির সংগীত পরিচালনা করছেন বাংলাদেশের চিরকুট আর ভারতের বিক্রম ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধরাবি ছাত্রীকে হয়রানিকারী সেই অটোচালক গ্রেফতার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী