বার্সেলোনার স্টেডিয়ামের নাম পাল্টে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’

স্পোর্টস ডেস্ক : অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বার্সেলোনা। তাতে করে স্টেডিয়ামের নামটাও পাল্টে ফেলে ডাকা হবে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’। ক্লাবের ইতিহাসে প্রথমবার কর্পোরেট নাম যুক্ত হচ্ছে এই আইকনিক এরেনার সঙ্গে।

পরের মৌসুম থেকে ক্লাবের মূল পার্টনার ও অফিসিয়াল অডিও স্ট্রিমিং পার্টনার হচ্ছে স্পটিফাই। তাতে করে পরের চার বছরের জন্য ম্যাচের দিন পুরুষ ও নারী দলের প্রত্যেকের জার্সিতে থাকবে স্পটিফাইয়ের লোগো। আর আগামী তিন বছর ট্রেনিং কিটসেও থাকবে এই লোগো।

এই বছরের জুলাইয়ে শুরু হচ্ছে বার্সেলোনা ও স্পটিফাইয়ের সম্পর্ক। চুক্তি অনুযায়ী এস্পাই বার্সা প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়াম ও ট্রেনিং ফ্যাসিলিটিসের আরো উন্নয়ন করার পরিকল্পনা ক্লাবের।

ক্লাবটি এক বিবৃতিতে আরো জানায়, ক্যাম্প ন্যুর বিজ্ঞাপনী জায়গাগুলো স্পটিফাইয়ের বিভিন্ন শিল্পীর প্রচারণার কাজে ব্যবহার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল প্ল্যাটফর্মে কারিনা কাপুর
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৮২