বার্সাকে রুখে দিল সেল্টা

পপুলার২৪নিউজ ডেস্ক: লা লিগার ম্যাচে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু থেকে ড্র নিয়ে ফিরেছিল সেল্টা ভিগো। এবার স্প্যানিশ কাপে নিজেদের মাঠে আরনেস্টো ভালভার্দের শিষ্যদের রুখে দিল দলটি।

কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ড্র (১-১ গোল) হয়েছে।

বৃহস্পতিবার এই ম্যাচে ছিলেন না বার্সেলোনার আক্রমণভাগের দুই কর্ণধার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে নেমেছিলেন চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা উসমানে ডেম্বেলে।

শুরুটা অবশ্য মন্দ হয়নি বার্সার। প্রথমে বল ধরে রেখে আস্তে আস্তে ওপরে ওঠে দলটি। স্বাগতিক শিবিরে একাধিক আক্রমণ শানায় তারা। সাফল্যও পেতে সময় লাগেনি। ১৫ মিনিটে আন্দ্রে গোমেজের বাড়ানো পাস ধরে বাঁ পায়ের জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপান তরুণ উইঙ্গার হোসে আরনাইজ।

তবে কাতালানদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩১ মিনিটে বিদ্যুৎগতির শটে সেল্টাকে সমতায় ফেরান পিয়োনে সিস্তো। এতে ১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় বার্সা-সেল্টা। তবে স্বার্থ হাসিল করতে পারেনি কোনো দলই। একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দুদল। শেষ পর্যন্ত জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের।

বেশ কয়েক মৌসুম ধরে কোপা ডেল রেতে বিস্ময় উপহার দিয়ে আসছে সেল্টা। ২০১৬-১৭ মৌসুমে শেষ আটে রিয়াল মাদ্রিদের বিদায় ঘণ্টা বাজায় তারা। ২০১৫-১৬ মৌসুমে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে দেয় দলটি। এবার প্রথম লেগে বার্সাকে হোঁচট দিয়ে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তথ্যসূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বন্ধের ঘোষণা
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের বিজয় দিবসে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ, বিজয় মিছিল