বার্মিংহ্যামে স্থায়ী হলো ড্যানিয়েল ভেট্টরির চাকরি

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে বার্মিংহ্যাম ফিনিক্সের পুরুষ দলের কোচ নিযুক্ত করা হলো। এন্ড্রু ম্যাকডোনাল্ডকে অস্ট্রেলিয়া কোচ ঘোষণার পর এই নিয়োগ দিলো দ্য হান্ড্রেডের গতবারের রানার্সআপরা।

৪৩ বছর বয়সী ভেট্টরি গত বছর একশ বলের ক্রিকেটে এই দলটির ভারপ্রাপ্ত কোচ ছিলেন। কোভিড প্রটোকলের কারণে ম্যাকডোনাল্ড যুক্তরাজ্যে না যাওয়ায় সাবেক কিউই স্পিনারকে দায়িত্ব দেওয়া হয়।

ভেট্টরির অধীনে উদ্বোধনী আসরের ফাইনাল খেলেছিল বার্মিংহ্যাম। হেরে যায় সাউদার্ন ব্রেভের কাছে।

ভেট্টরি বলেছেন, ‘গত মৌসুমে প্রধান কোচ হিসেবে বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াডের সঙ্গে কাজের সময়টুকু সত্যিই ভালো লেগেছিল। তাই স্থায়ীভাবে এই দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল।’

আগামী ৩ আগস্ট হান্ড্রেডের পুরুষদের প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুম শুরু হবে। ৮ দিন পর শুরু হবে মেয়েদের লড়াই।

পূর্ববর্তী নিবন্ধহাত নাড়িয়ে মোশাররফ হোসেন রুবেল জানালেন, ‘ভালো আছি’
পরবর্তী নিবন্ধবেনাপোলে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ