নিউজ ডেস্ক
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণের শীর্ষে থাকা আলজিয়ার্সের স্কোর ২০৬ যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত। আজ এই তালিকায় আর কোনো শহর নেই।
তালিকার দুই নম্বরে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। ১৬৬ স্কোর নিয়ে দূষণ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, অর্থাৎ শহরটির বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’। ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।
এদিকে গতকালের চেয়ে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। ১৫২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বুধবার ঢাকা ছিল দূষিত শহরের তিন নম্বরে।
আইকিউএয়ার সূচক অনুযায়ী ১২৪টি শহরের মধ্যে দূষিত শহরের শীর্ষে যেখানে আলজিয়ার্স, ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আজ বিশ্বের সবচেয়ে কম দূষণের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অকল্যান্ড। তাদের স্কোর মাত্র ৯। ১১ স্কোর নিয়ে কম দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার।