বাবুল চিশতীসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করবেন। গুলশান মডেল থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়। মামলা নং- ১০, তারিখ: ১০ এপ্রিল ২০১৮।

এ অপরাধে মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ফারমার্স ব্যাংকের সাবেক এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খানের বিরদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনাটি গত বছর থেকে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে মাহবুবুল হক চিশতী, তার পরিবারের পাঁচ সদস্য, ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দুদক।

২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া ফারমার্স ব্যাংক কার্যক্রম শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সংকট তৈরি হলে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী। পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধএসি এক্সচেঞ্জ অফারের মেয়াদ ১ মাস বাড়ালো ওয়ালটন
পরবর্তী নিবন্ধএইচএসসির ৫ পরীক্ষার সময়সূচি পরিবর্তন