পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গত মঙ্গলবারের ঘটনা। বিশ্বকাপে রাশিয়া-মিসরের খেলা চলছে। সালাহ মুরসি আবু আল আব্বাস যখন নিজ দেশের খেলা দেখায় ব্যস্ত, কায়রোর একটি অ্যাপার্টমেন্টে এ সময় তার স্ত্রী ও মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।
মিসরের পুলিশ জানিয়েছে, মাথার স্কার্ফ গলায় পেঁচিয়ে ৩৮ বছর বয়সী মাকে ও টেলিফোনের তার ব্যবহার করে শ্বাসরোধ করে ১২ বছরের মেয়েকে হত্যা করা হয়েছে।
খেলা শেষ করে সালাহ এসে দেখলেন মা-মেয়ের লাশ পড়ে আছে এবং তার ১৯ হাজার ডলার চুরি হয়ে গেছে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক নারী ও পুরুষ আবাসিক ভবনটিতে প্রবেশ করেছেন। যারা ওই ভবনের বাসিন্দা নন। এ সময় ওই মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে।
সালাহ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা দেখতে বের হন। মিসর হেরে গেলে তার ও তার বন্ধুর মন খারাপ হয়ে যায়। তারা একটু দেরি করেই বাসায় ফিরছিলেন। এ সময়ে সালাহর কাছে তার শ্যালিকার কল আসে যে সে তার বোনকে ফোনে পাচ্ছে না।
এর পর দ্রুতই সালাহ বাসায় ফিরে যান। কিন্তু তাকে এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পারিবারিক যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।