‘বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই’

পপুলার২৪নিউজ ডেস্ক:

শেষ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলার মাথাতেই উঠলো ৭৫০টি ডায়মণ্ডখচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট। বুধবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা দশ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীর মুকুট জিতে নেন তিনি।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আমার আত্মবিশ্বাস ছিল আমিই পারবো। অবেশেষে স্বপ্ন সত্যি হয়েছে। আমার স্বপ্ন আরো অনেকদূর যাওয়া। বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরা।’

তিনি আরো বলেন, ‘আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে বিজয়ীর মুকুট পরিয়ে দেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ও দ্ব্বিতীয় রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধফের চমকে দিলেন নোরা ফাতেহি!
পরবর্তী নিবন্ধআবারও বিশ্বসেরা ধনী বিল গেটস