বাবর নয়, শাহীনকে অধিনায়ক দেখতে চান মালিক

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখে চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক তো বলেই দিয়েছেন, অধিনায়কের পদ থেকে বাবরের সরে যাওয়া উচিত। তার জায়গায় পেসার শাহীন আফ্রিদিকে দায়িত্ব দেয়া উচিত।

পাকিস্তানের স্থানীয় নিউজ চ্যানেল ‘এ স্পোর্টস’- এর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মালিক। বিশ্বকাপের ম্যাচ পরবর্তী আলোচনায় সেই অনুষ্ঠানে মালিক ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও ব্যাটার মিসবাহ উল হক।

মালিকের মতে, অধিনায়কের পদ থেকে বাবর পদত্যাগ করলে তার জন্য চাপ অনেকটাই কমে যাবে। ফলে শুধু ব্যাটার হিসেবে আরও চাপমুক্ত হয়ে খেলতে পারবেন বাবর। তাতে তার নিজের জন্যেও যেমন ভালো, তেমনি পাকিস্তানের জন্যেও উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।

মালিক বলেন, ‘আমি অতীতেও বলেছিলাম যে বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। এটি আমার ব্যক্তিগত মতামত। বাবর অধিনায়ক হিসাবে আউট অফ দ্য বক্স চিন্তা করেন না। সে অধিনায়কত্ব করছেন কিন্তু উন্নতি আসছে না। শুধু খেলোয়াড় হিসেবে ভালো করতে পারবেন।’

৪১ বছর বয়সী এই ক্রিকেটারের পরামর্শ, শাহীন আফ্রিদিকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে বাছাই করা উচিত, ‘বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির সাদা বল ক্রিকেটে অধিনায়ক হওয়া উচিত। সে লাহোর কালান্দার্সের হয়ে আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন।’

 

পূর্ববর্তী নিবন্ধ৬ কমান্ডো সঙ্গে নিয়ে প্রথমবার জনসম্মুখে শাহরুখ খান
পরবর্তী নিবন্ধযশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা