বাবর আজম আ্উট, শুরুতেই চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ, প্রতি বলেই যেন আলাদা উত্তেজনা। মর্যাদার এই লড়াইয়ে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখেছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। প্রথম ওভারে তুলতে পারে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাকিস্তান হারিয়ে বসেছে তাদের অধিনায়ক।

গোল্ডেন ডাকে (১ বলে ০) ফিরেছেন বাবর। অর্শদীপ সিংয়ের দুর্দান্ত এক ডেলিভারি বাবরের প্যাডে লাগলে আবেদন হয়, আঙুল তুলে দেন আম্পায়ার। পাকিস্তান দলপতি অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল তার লেগ স্টাম্পে আঘাত করতো।

দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৬ রান। মোহাম্মদ রিজওয়ান ৪ আর শান মাসুদ ১ রানে অপরাজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধডিআইজি বজলুর রশীদের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিতই থাকবে