বাবরের সঙ্গে ‘বাকবিতণ্ডা’ নিয়ে যা বললেন পাকিস্তানি সাংবাদিক

স্পোর্টস ডেস্ক : করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলন সাংবাদিক ও বাবর আজমের মধ্যে ঘটলো বিতর্কিত ঘটনা। সাংবাদিকদের প্রশ্নোত্তর শেষে স্বাগতিক অধিনায়ক উঠে যাওয়ার সময় পাকিস্তানি সাংবাদিক শোয়েব জ্যাটকে বলতে শোনা যায়, ‘এভাবে হয় না। এখানে আপনাকে প্রশ্ন করবো বলে ইশারা করে যাচ্ছি।’ এই কথা শুনে বাবর তার দিকে কঠোর চাহনি দেন। বোঝাই যাচ্ছিল, মন্তব্যটা ভালোভাবে নেননি তিনি। পাকিস্তানি মিডিয়া ম্যানেজারও ওই সাংবাদিকের প্রশ্ন নেননি এবং মাইক্রোফোনের সুইচ বন্ধ করে দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে, বাবরের সঙ্গে দুর্ব্যবহার করেছেন শোয়েব। তার এই কথাগুলো ভাইরাল হওয়ার পর তাকে অনেকে গালি ও হুমকি দিচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে সত্যিটা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব।

তিনি বলেছেন, ‘সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর কিছু একটা ঘটেছিল এবং বিষয়টা এমনভাবে তুলে ধরা হয়েছে যে আমি হয়তো বাবর আজমের সঙ্গে দুর্ব্যবহার করেছি। সত্যিটা হলো বাবর ও আমার মধ্যে কোনও বাকবিতণ্ডা হয়নি। এরপর থেকে আমাকে গালি দেওয়া হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় নানা মেসেজ দিচ্ছে। অনেকে আমাকে ট্যাগ করে পোস্ট দিচ্ছে। আমাকে বাসা থেকে তুলে নেওয়ার ও মারার হুমকি দিচ্ছে। আমি এসব নিয়ে দুর্ভাবনায় নেই।’

শোয়েব আরও বলেন, ‘আমি সত্যের সঙ্গে এবং আমি হয়তো একটি সত্যি কথা বলে ভুল করেছি যে ২০২২ সালে দেশে বাবর আজমের নেতৃত্বে একটিও টেস্ট জেতেনি পাকিস্তান। যখন জেতেনি, তখন তো বলতেই হবে আপননি জেতেননি। কিন্তু আমার বিবৃতির ভুল ব্যাখ্যা হলো। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা আমার অধিকার এবং আমাকে সুযোগ দিতে হবে। কিন্তু ইচ্ছা করে পাকিস্তানি মিডিয়া ম্যানেজার আমার কোনও প্রশ্ন নেয়নি, বরং উপেক্ষা করেছেন। আমি ম্যানেজারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।’

শোয়েব বলেন, ‘লোকেরা এটা বাবরের সঙ্গে গুলিয়ে ফেলেছে। আমি জানি সাংবাদিকের নীতি নৈতিকতা কী। এটা আমার প্রথম সংবাদ সম্মেলন নয়, অনেক কভার করেছি, এমনকি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। এটা আমার রিবুদ্ধে পূর্বপরিকল্পিত এবং আমাকে উদ্দেশ্য করে করা হয়েছে। এখন পরিস্থিতি এতটাই খারাপ যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি ভয় পাচ্ছি না, সত্যি বলে যাবো।’

২০২২ সালে পাকিস্তান ৯ টেস্ট খেলে মাত্র একটি জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু ঘরের মাঠে কোনও জয় নেই। বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে ৩-০ তে হার এখনও দগদগে যন্ত্রণা হয়ে আছে।

 

পূর্ববর্তী নিবন্ধআল নাসেরের ইনস্টাগ্রামে ‘রোনালদো ইফেক্ট’
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট দলের ২০২৩ সালের সূচি