বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা তাবিথ আউয়ালের

স্পোর্টস ডেস্ক

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। তা সামনে রেখে সরগরম দেশের ফুটবলপাড়া।

বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আগেই। এরপর আসরে নামেন তরফদার রুহুল আমিন। এবার বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তাবিথ আউয়ালও।
আজ দেশের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। তাবিথ আউয়াল বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব। ’

সভাপতি পদে এবারই প্রথম লড়তে যাচ্ছেন তাবিথ। এর আগে ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ে বাফুফের সহ-সভাপতি হয়েছিলেন তিনি। কিন্তু সবশেষ ২০২০ সালের নির্বাচনে হেরে যান এই সংগঠক।

এদিকে টানা চার মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। এর পরদিনই নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন তরফদার রুহুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ধাপ পেছালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশ ইউজিসির