স্পোর্টস ডেস্ক :
আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র জমা নিচ্ছে বাফুফে নির্বাচন কমিশন। প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র জমা না হলেও আজ দ্বিতীয় ও শেষ দিনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল।
যদিও তাবিথের পক্ষে তার ভাই তাজওয়ার আউয়াল মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরামবাগ ক্লাবের সভাপতি। এবার আরামবাগ থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। ফুটবল সংগঠক হিসেবে ভাইয়ের কাছে তার প্রত্যাশা জানিয়ে বলেছেন, ‘আমি চাইব দেশের ফুটবলকে যেন তৃণমূল থেকে উন্নয়ন করা হয়। ফুটবল নিয়ে আমরা আশাবাদী। ফুটবলে কাজ করার অনেক জায়গা আছে। ’
কাউন্সিলর হিসেবে ভোটারদের কাছ থেকে অনেক ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন তাজওয়ার। তিনি বলেন , ‘আমাকে অনেকই ভোটের জন্য কল করছেন। আমি তাদের প্রথমেই জানতে চাচ্ছি আমার ভোটের বিপরীতে ফুটবলকে কী দেবেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। যাদের কথা ভালো লাগবে তাদের ভোট দেব। ’