জেলা প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজার, হাসপাতালের পেছনে ও পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই এই গোলাগুলি শুরু হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
সারাদেশ বান্দরবান ‘ভাইকে ফিরে পেয়েছি, রুমা থেকে বান্দরবানের পথে আছি’
বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার
থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, আজ রাত ৮টা থেকে গোলাগুলি চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।
কয়েকজন স্থানীয় বলেন, প্রচণ্ড গোলাগুলি চলছে। সন্ত্রাসীরা বাজারের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চতুর্দিকে গুলিবর্ষণ করছে। থানচি থানার দিকে গুলি করে করে অগ্রসর হচ্ছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।