বান্দরবানে গোলাগুলিতে নিহত মা, ছেলে আহত

পপুলার২৪নিউজ ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছে তার ছেলে।

শুক্রবার সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮)। তিনি অংগ্যাপাড়ার বাসিন্দার রাঙ্গানিয়া তঞ্চঙ্গ্যার স্ত্রী। গুলিবিদ্ধ হয় তার ছেলে অঞ্জুন কোয়েল তঞ্চঙ্গ্যা (৪)।

স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অংগ্যাপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে বেশকিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিতে স্থানীয় এক নারীর মৃত্যু হয়।

রোয়াংছড়ি থানার ওসি মো. তৌহিদ কবির জানান, গোলাগুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে তার ছেলেও। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলার বাঘমারার ৭ জুলাই অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় জেএসএস এমএন লারমা (সংস্কার) গ্রুপের শীর্ষনেতাসহ ছয়জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও তিনজন।

পূর্ববর্তী নিবন্ধসাহারা খাতুনের মরদেহ ঢাকায়
পরবর্তী নিবন্ধবিক্ষোভের জেরে সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ