পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলার থানচি উপজেলাধীন বলিপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ৩৪টি দোকান ঘর পুড়ে গেছে। গতকাল রবিবার রাতের এ ঘটনায় ৪ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে একটি দোকান ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে মুহুর্তেই তা বাজারের একটি অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা বেরিয়ে এসে আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন কাজে অংশ নেয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় আজ সোমবার সকালে বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এবং থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য চ হ্লা মং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেছেন।
বান্দরবান জেলার ব্যবসায় কেন্দ্রগুলোর মধ্যে বলিপাড়া বাজার উল্লেখযোগ্য। কৃষি ফসল উৎপাদনের এলাকা হওয়ায় বড় বড় পাইকাররা এই বাজার থেকে অদা-হলুদ ও অন্যান্য কৃষিপণ্য ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। স্বাধীনতার পূর্বে একবার এবং ১৯৯৫ সালে দ্বিতীয়বার সংঘটিত অগ্নিকাণ্ডে বাজারটি পুরো ভস্মিভুত হয়। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তরা ব্যবসায় কিছুটা প্রসার ঘটানোর পর তৃতীয়বার গতকাল ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এবার একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় অংশটি রক্ষা করা সম্ভব হয়।